ডা. ইউশা এ এফ আনসারী: একজন সুস্থ মানুষের দু’টি কিডনির মধ্যে প্রতিটি কিডনি ৫০ শতাংশ করে কার্যক্ষম থাকে। কিছু কিছু মানুষ একটি কিডনি নিয়েই জন্মগ্রহণ করেন। আবার কেউ তার একটি কিডনি দান করে দেন। এক্ষত্রে অবশিষ্ট কিডনিটি কিছুদিন পর আকারে বড় হয়ে যায়। তখন কিডনির কার্যক্ষমতা বেড়ে যায়। মহান আল্লাহ এই কিডনির মাধ্যমেই না থাকা কিডনির কার্যক্রমগুলোও চালু করে দেন। তবে যাদের একটি কিডনি রয়েছে, তাদের সর্বদা চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। সূত্র: ডক্টর টিভি