আর একটা জিনিস বলা জরুরি, স্ট্রেস ইনকন্টিনেন্স বা যেকোন ইনকন্টিনেন্সের ক্ষেত্রে আমাদের ইউরিন অ্যানালাইসিস করে শিওর হতে হবে, যে প্রস্রাবে ইনফেকশন বা কোনো সমস্যা আছে কিনা। এজন্য ইউরিন রুটিন টেস্ট এবং কালচার টেস্ট করে নিতে হবে এবং ইনফেকশন ফ্রি থাকতে হবে।

ডা. দীনা লায়লা হোসেন

স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র: ডক্টর টিভি