বাকি শতকরা ৮৫ থেকে ৯০ ভাগ সারা জীবন শরীরে রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড বয়ে বেড়ান কিন্তু ইউরিক এসিড জনিত কোন রোগে আক্রান্ত হন না। তারমানে ইউরিক অ্যাসিড বেশি থাকলে সেটা রোগ, তা কিন্তু বলা যাবে না। গাউটের ব্যথার কিন্তু প্যাটার্ন আছে। যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদের সঠিক গাউটের প্যাটার্নের ব্যথার যদি আক্রমণ হয়, তখনই আমরা বলব এই মানুষটা ক্ষেত্রে মাত্রাতিরিক্ত ইউরিক অ্যাসিড বাতের সৃষ্টি করেছে। তখন আমরা বলতে পারবো এই মানুষটা, এই ভদ্রলোক একজন গাউটের রোগী। বেশিরভাগ ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশি পাওয়া গেলও তাদের কোনো বাত থাকে না। সূত্র: ডক্টর টিভি