ডা. মোহাম্মদ সেলিম মাহমুদ: হ্যাঁ, বুকের বাম পাশে বা বুকের মাঝখানে যদি ব্যথা করে, চিনচিন করে, এটা হার্টের সমস্যা হতে পারে। তবে পায়ের সমস্যা বা পায়ে ব্যথার সাথে হার্টের কোনো সম্পর্ক নেই। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ইসিজি করে একজন হৃদরোগ বিশেষজ্ঞ অথবা মেডিসিনের ডাক্তারকে যদি আপনি দেখান এবং একটা ইকু কার্ডিওগ্রাফি করেন, প্রয়োজনে একটা ইটিটি করে নিতে পারেন। যদি আপনার ইকু এবং ইসিজি নরমালও থাকে আপনার কিন্তু হার্টের সমস্যা হতে পারে।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের চিফ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সেলিম মাহমুদ। 

সূত্র: ডক্টর টিভি