খোস-পাঁচড়া চুলকানি রোগের ঘরোয়া চিকিৎসা



Scabis (স্ক্যাবিস) বা খোস-পাচড়া খুবই পরিচিত একটি চর্ম রোগ। এই রোগে আক্রান্ত হননি এমন লোক খুঁজে পাওয়া বেশ দুষ্কর। Sarcoptis scabiei নামের পরজীবীর কারনে এই রোগ হয় যা অত্যন্ত ছোঁয়াচে। যেহেতু রোগটি ছোঁয়াচে, সেহেতু খুব সহজেই পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হয়। সাধারণত একই বিছানায় শোয়া বা ঘনিষ্ঠ সহচার্যে থাকলে, একই কাপড়-চোপড় ব্যবহার করলে রোগটি ছড়িয়ে পড়ে। ঘনিষ্ঠ সহচার্যে থাকার ফলে মাইট আক্রান্ত ব্যক্তির শরীর থেকে অন্যদের শরীরে ছড়িয়ে পড়ে আবার আক্রান্ত ব্যক্তির কাপড়-চোপড় ব্যবহারের মাধ্যমেও রোগ ছড়িয়ে পড়ে। কারণ মাইট শরীরের বাইরে অর্থাৎ কাপড়-চোপড়, কাঁথা-বালিশ, আসবাবপত্রে ২-৩ দিন বেঁচে থাকতে পারে।

খোঁচ-পাচড়া যদি হয়েই যায় তাহলে তার ব্যবস্থা করতে হবে। আমারা ঘরেই তৈরী করে নিতে পারি খোস পাঁচড়ার ঔষধ আর এছাড়াও বাজারে কিছু ভালোমানের মেডিসিনও পাওয়া যায়।

আজকের ভিডিও এ বিষয় নিয়েই।


Post a Comment

নবীনতর পূর্বতন