মাথার পেছনের দিকে শিরায় প্রায়ই ব্যথা হয়


রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।


প্রশ্ন
আমার বয়স ২৩ বছর। অবিবাহিত নারী। আমার রক্তচাপ স্বাভাবিক থাকা অবস্থায় মাথার পেছনের দিকে শিরায় প্রায়ই ব্যথা হয় এবং কোনো ওষুধে কমে না। প্রচুর ঘুমালে তবেই কমে। এ জন্য কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক


পরামর্শ

আপনি চিন্তাজনিত মাথাব্যথায় ভুগছেন। দুশ্চিন্তামুক্ত জীবন, ভালো ঘুম, নিয়মিত ব্যায়াম ও পরিমিত খাদ্য গ্রহণ আপনাকে ভালো রাখবে।

পরামর্শ দিয়েছেন—ডা. নাজমুল হক, সহকারী অধ্যাপক, স্নায়ুরোগ বিভাগ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

সূত্র: প্রথম আলো

Post a Comment

নবীনতর পূর্বতন