ফ্যাটি লিভারের সমস্যায় অনেকেই ভোগেন। এই রোগ কী, কেন হয়? লিভারের মধ্যে অতিরিক্ত পরিমাণ চর্বি জমে গেলে আমরা তাকে ফ্যাটি লিভার বলে। এটি বিভিন্ন পরীক্ষায় ধরা পড়ে। লিভারের ওজনের চেয়ে সাধারণত ৫ থেকে ১০ ভাগ বেশি পরিমাণ চর্বি থাকে। এর চেয়ে বেশি যদি বাড়ে, তাহলে একে ফ্যাটি লিভার হিসেবে আমরা বলি। কয়েকটি কারণে এটি বাড়ে। যাদের ওজন বেশি, ডায়াবেটিস রয়েছে, রক্তে চর্বি রয়েছে, কোলেস্টেরলের আধিক্য রয়েছে, তাদের ক্ষেত্রে এ সমস্যা হয়। আবার কিছু ওষুধের কারণেও এটি হয়। সাধারণত এগুলো হলো প্রচলিত কারণ। মদ্যপান অবশ্যই একটি কারণ। ফ্যাটি লিভারের চিকিৎসা কী? লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়াকে ফ্যাটি লিভার ডিজিস বলে। অতিরিক্ত মদ্যপান, ডায়াবেটিস, বেশি ওজন, রক্তে চর্বি, কোলেস্টেরল ইত্যাদি ফ্যাটি লিভারের কারণ। জীবনযাপনের ধরন পরিবর্তন করে এ সমস্যার অনেকটাই সমাধান করা যায়।
ফ্যাটিলিভার বা লিভারে চর্বি জমার কারন ও চিকিৎসা |
btime24.com
0
Tags
স্বাস্থ্য
একটি মন্তব্য পোস্ট করুন