ভিসার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বুধবার দুপুরে তিনি দূতাবাসে যান বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
ভিসা হয়ে গেলে খুব শিগগিরই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সনকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য যে, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছেন। গত কয়েক বছর ধরেই তাকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করানোর প্রতি জোর দিয়ে আসছিলেন ব্যক্তিগত চিকিৎসকরা।
কিন্তু আওয়ামী লীগ শাসনামলে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ায় সেটি তখন সম্ভব হয়নি।
শেখ হাসিনার পতনের পর তাকে বিদেশে নিতে এখন আর বাধা নেই। ফলে এখন বিএনপির চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবারের সদস্যরা।
একটি মন্তব্য পোস্ট করুন