বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের জামিন

 

মানহানির মামলায় বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির জামিন মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে হাজির হয়ে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম ইমরান আহমেদ তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ৮ অক্টোবর কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক শহীদ আবু সাঈদ এবং অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে আদালতে মামলা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ।

পরে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং ঊর্মিকে আজ (২৮ নভেম্বর) আদালতে হাজির হতে সমন জারি করেন।

গত ৫ অক্টোবর ঊর্মি ফেসবুকে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, 'আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে স্যার।'

এ ঘটনার পর গত ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন