স্বজনপ্রীতি নিয়ে মুখ খুললেন দীপিকা

দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ ছবিতে অভিষেক হয় তার। বলিউডে এখন পর্যন্ত তার জার্নি নিঃসন্দেহে ঈর্ষণীয়। ৩৭ বছরের অভিনেত্রী তার ৫ম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করছেন বলিউডের ‘বাজিরাও’ রণবীর সিংয়ের সঙ্গে। এই মুহূর্তে, নিজেদের সম্পর্ক নিয়ে ‘কফি উইথ করণ’ এ খোলামেলা কথা বলে শিরোনামে রয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতেও বলিউডে নেপোটিজম নিয়েও মুখ খুলেছিলেন দীপিকা। ১৫-২০ বছর আগে ইন্ডাস্ট্রিতে বহিরাগত ছিলেন দীপিকা। এই জগতের সঙ্গে তার বাবা-মায়ের কোনো পরিচয় ছিল না। তার পরেও অনেক পরিশ্রম করে দীপিকা নিজের জায়গা তৈরি করেছেন বলিউডে। গণমাধ্যমের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে নেপোটিজম নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, আমরা যে স্বজনপ্রীতি নিয়ে কথা বলা শুরু করেছি তা তখনো ছিল, বর্তমানেও আছে এবং চলতেই থাকবে।

এটাই বাস্তব। ২০২৩-এ পরপর দুটো ব্লকব্লাস্টার ছবি অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি। ‘পাঠান’ ও ‘জাওয়ান’। আগামী দিনেও তাকে দেখা যাবে প্রভাস ও হৃত্বিকের সঙ্গে। ২০১৮ সালের ১৪ই নভেম্বর ইতালির কোমো লেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। যদিও সম্প্রতি তারা জানিয়েছেন, ২০১৫ সালেই নাকি চুপিসারে বিয়ে করেছিলেন তারা। সঞ্জয় লীলা বানশালির ‘গোলিও কী রাসলীলা-রামলীলা’ ছবির সেটে তাদের প্রেম জমে ওঠে। mzamin.com

Post a Comment

নবীনতর পূর্বতন