রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সাক্ষাতে তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে সংলাপের বিষয়টি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সাক্ষাতের পর বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান। মশিউর রহমান রাঙ্গা বলেন,
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
btime24.com
0
Tags
রাজনীতি
একটি মন্তব্য পোস্ট করুন