বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত

 


ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল চারটার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, নিহত পুলিশ সদস্যের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তাঁর ইউনিফর্ম ছিঁড়ে গেছে।

বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য রাস্তায় পড়ে আছেন
বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য রাস্তায় পড়ে আছেন
ছবি: সংগৃহীত


তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি। আজ বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও ৪১ সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন