‘অ্যানিমেল’ সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত সিনেমা। কারণ, ‘কবীর সিং’ মুক্তির পরই ফিল্ম কম্পানিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, তাঁর পরের ছবি নিয়ে আরও বিতর্ক হতে পারে। কিছুদিন আগে সিনেমাটির টিজার মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়। টিজারে রণবীর কাপুর ও ববি দেওলকে দেখা যায় ভিন্নভাবে।
এবার প্রকাশ্যে এল সিনেমাটির প্রথম গান। আজ সকালে ‘অ্যানিমেল’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের ইউটিউব চ্যানেল মুক্তি পেয়েছে গান ‘হুয়া ম্যায়’। গানটিতে দেখা গেছে রণবীর ও রাশমিকার রসায়ন।
টিজারের শুরুতে দেখা যায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে গভীর চুম্বনে জড়িয়েছেন রাশমিকা ও রণবীর। এখানে শেষ নয়, পরের দৃশ্যে উড়োজাহাজের ককপিটে বসেও চুম্বনে জড়িয়েছেন দুজন।
রাশমিকাকে পর্দায় তাঁর ভক্তরা ‘পাশের বাড়ির মেয়ে’ হিসেবে দেখেই অভ্যস্ত। আগে বিজয় দেবারকন্ডার সঙ্গে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। এবার রণবীরের সঙ্গে চুম্বনের দৃশ্য মেনে নিতে পারেননি তাঁর ভক্ত-অনুসারীদের কেউ কেউ।
তবে অনেকে আবার গানটিতে প্রধান দুই পাত্রপাত্রীর রসায়নের প্রশংসা করেছেন।
‘হুয়া ম্যায়’ গানটি গেয়েছেন রাঘব চৈতন্য ও প্রীতম। আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। রণবীর, রাশমিকা ছাড়াও তারকাবহুল এ সিনেমায় আছেন অনিল কাপুর, ববি দেওল ও তৃপ্তি দিমরি।



একটি মন্তব্য পোস্ট করুন