হাইমেন সম্পর্কে কিছু ইনফো পেলে উপকৃত হতাম।
অরিজিত্ দত্ত, ই মেল মারফত
যোনিদ্বার বা ভ্যাজাইনার মুখে খুব পাতলা একটা পরদা থাকে, যাকে হাইমেন বলে। এটি অনেকসময় মিলনের সময় ফেটে যাওয়ার ফলে রক্তপাত হয়। তবে রক্তপাত যে হবেই, তার কোনও মানে নেই। অনেকেই মনে করে, হাইমেন ফেটে যাওয়ার অর্থ ভার্জিনিটি হারানো। তবে হাইমেন ছিঁড়ে যাওয়া বা না যাওয়ার সঙ্গে ভার্জিনিটির কিন্তু কোনও সম্পর্ক নেই। অ্যাথলেটদের ক্ষেত্রে এবং বেশি এক্সারসাইজ় বা সাইকেলিং করলেও কখনও-কখনও হাইমেন ফেটে যেতে পারে। হাইমেন ফেটে গেলে আবার রিকনস্ট্রাক্ট করা যায়, তাকে হাইমেনোপ্লাস্টি বলে।
আমার বয়স ১৯ বছর। গত মাসের ১০নভেম্বর প্রথম ইন্টারকোর্স করি, ১১ নভেম্বর পিরিয়ড্স শুরু হয়। তা সত্ত্বেও সাবধানতা অবলম্বনের জন্য রাতে গর্ভনিরোধক পিল খাই। তারপর থেকে পিরিয়ড্সের সময় রক্তস্রাবের পরিমাণ কমতে থাকে। এই মাসে এখনও পিরিয়ড্স শুরু হয়নি। আগে ইন্টারকোসের্র অভিজ্ঞতা না থাকায় খুব টেনশনে আছি। প্লিজ় হেল্প মি!
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
একটি মন্তব্য পোস্ট করুন