দাম্পত্য জীবন ও স্ত্রীদের সাথে আচরণ


 দাম্পত্য জীবন ও স্ত্রীদের সাথে আচরণ

১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দুনিয়ার পুরোটাই সম্পদ। তবে দুনিয়ার সর্বোত্তম সম্পদ হল: সতী স্ত্রী”। (সহীহ আল-জামে আস-সাগীর, আহমদ, হাদিস: ৬৫৬৭ নাসায়ী, হাদিস: ৩২৩২)
২) আয়েশা রা. বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশ! (সংক্ষিপ্তাকারে) এই যে জিবরাঈল আলাইহিস সালাম তোমাকে সালাম দিচ্ছেন।” (বুখারী ও মুসলিম)
৩) আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, “আমি ঋতুস্রাব অবস্থায় কিছু পান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিলে তিনি আমার মুখ রাখার স্থানে মুখ রেখে পান করতেন এবং আমি হাড়ের মাংস খাওয়ার সময় তিনি তা আমার নিকট থেকে নিয়ে আমার মুখ লাগানোর স্থানেই মুখ লাগাতেন।” (সহীহ মুসলিম)
৪) আয়েশা রা. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীকে চুমু দিয়ে অজু না করেই নামাযের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলেন।”। (মুসনাদ আহমদ ও আবু দাউদ)
৫) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আস রা. এর এক প্রশ্নের উত্তর প্রদান করত: তাকে শিক্ষা দিতে গিয়ে বলেন, স্ত্রীর ভালবাসা, জ্ঞানী, ন্যায়পরায়ণ ও সম্মানিত ব্যক্তিকে কোন ক্রমেই অপমানিত করবে না।
৬) আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেন, আপনার নিকট কোন ব্যক্তি সব চেয়ে প্রিয়? তিনি উত্তরে বলেন, আয়েশা। (সহীহ বুখারী ও মুসলিম)
৭) আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম। ( সহীহ বুখারী)
৮) আয়েশা রা. বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন ভ্রমণে বের হলাম,সে সময় আমি ছিলাম অল্প বয়সী। শারীরিক গঠনের দিক দিয়েও ছিলাম পাতলা। তখনো মোটা তাজা হইনি।
তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা সামনে যাও, সামনে যাও।
তারা যখন সামনের দিকে অগ্রসর হলেন তিনি আমাকে বললেন, “এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি।”
অত:পর আমি তাঁর সাথে দৌড় প্রতিযোগিতায় লিপ্ত হলাম। এতে আমি বিজয়ী হলাম।
তিনি সে দিন আমাকে কিছুই বললেন না।
অত:পর পরবর্তীতে আমি শারীরিক দিক দিয়ে মোটা ও ভারী হলে তাঁর সাথে কোন এক সফরে বের হলাম।
তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা সামনে যাও, সামনে যাও।
তারা সামনে অগ্রসর হলে তিনি আমাকে বললেন, “এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি।”
এবার তিনি আমার আগে চলে গিয়ে হাসতে হাসতে বললেন, “আজকের জয় সেই দিনের প্রতিশোধ।” (মুসনাদ আহমদ)
৯) ইমাম বুখারী বর্ণনা করেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার যুদ্ধ শেষে ফিরছিলেন তখন সফিয়া বিনতে হুয়াই রা. কে বিবাহ করেন।
এবার যে উটের পিঠে সফিয়া রা. আরোহণ করবেন তার চার দিকে ঘুরে পর্দার জন্য কাপড় লাগানোর পর তিনি উটের পার্শে বসে তাঁর হাটুকে খাড়া করে দিলেন। অত:পর সাফিয়া রা. স্বীয় পা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপর রেখে উঠে আরোহণ করেন। (সহীহ বুখারী)
সে আকৃষ্ট-কারী দৃশ্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিনয়ের বহি:প্রকাশ।
১০) আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে যে সব অসিয়ত করেন তন্মধ্যে একটি হল: “তোমরা নারীদের সাথে সদ্ব্যবহার করবে”। (সহীহ বুখারী ও মুসলিম)
উৎস:
প্রেরণা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র (বই)
গ্রন্থনায় :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
‌সৌদি আরব।

Post a Comment

নবীনতর পূর্বতন