সুবর্ণচরে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দেয়ায় অভিমান করে মেয়ের আত্মহত্যা !


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার এলাকায় ঘরের আড়ির সাথে গলায় ওড়না পেঁচিয়ে বিবি রাবেয়া (১৯) নামের এক মেয়ে আত্মহত্যা করেছে। আজ (১৫ আগষ্ট) রবিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য মতে, গেলো কোরবান ঈদের পরের দিন বিবি রাবেয়াকে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দিয়ে মা বাবার পছন্দের ছেলের সাথে অন্যত্র বিয়ে দেয়ায় তা মেনে নিতে পারেনি রাবেয়া। ফলে বিয়ের ২৩দিন পর মা বাবার সাথে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আঁড়ির সাথে ওড়না পেঁচিয়ে রাবেয়া আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে ওড়না পেঁচানো এবং ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়খালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন