ইসরাইলের নতুন এক গবেষণায় বলা হয়েছে, ক্যান্সারের পরীক্ষামূলক একটি ওষুধ হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের দ্রুততার সঙ্গে সুস্থ করে তুলতে সাহায্য করতে পারে। ইএক্সও-সিডি২৪ নামের এই ওষুধটি তারা মাঝারি থেকে গুরুত্বর আক্রান্ত করোনা রোগীদের ওপর প্রয়োগ করেছিলেন। এতে দেখা গেছে ৩০ জন রোগীর মধ্যে ২৯ জনই ওষুধটি প্রয়োগের ৫ দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। ইসরাইলের ইচিলোভে অবস্থিত ইন্টিগ্রেটেড ক্যান্সার প্রিভেনশন সেন্টারের প্রফেসর নাদির আরবার আবিষ্কার করেছেন এই ওষুধ। তিনি গর্ভাশয়ের ক্যান্সার চিকিৎসায় একটি ওষুধ আবিষ্কারের জন্য অনেক বছর ধরে চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত তা প্রয়োগ করা হয় করোনা রোগীদের ওপর। তাতেই এমন সাফল্য পাওয়া গেছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ডেইলি মেইল।
তবে এই ওষুধটি আসলে কতটা কার্যকর তা নিশ্চিত হওয়ার জন্য আরো পরীক্ষার প্রয়োজন আছে। এই ওষুধটি একটি ইনহেলার। তবে এটাকে কোনো প্লেসিবো’র সঙ্গে তুলনা করা হচ্ছে না। এর অর্থ হলো, বিজ্ঞানীরা এখনই বলছেন না যে, সুনির্দিষ্টভাবে এই ওষুধ দ্রুত সুস্থ করে তোলে।
গবেষণায় দেখা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত একজন রোগীর হাসপাতালে সুস্থ হতে গড়ে তিন সপ্তাহের মতো সময় লাগে। এমন অবস্থায় এই বিজ্ঞানীরা মাঝারি থেকে মারাত্মকভাবে করোনায় অসুস্থ ৩০ জন রোগীর ওপর প্রয়োগ করেন ওই ওষুধ। এসব রোগীর বয়স কেমন তা পরিষ্কার নয়। তবে গবেষণার তথ্যে বলা হয়েছে, কম বয়সী বা যুব শ্রেণির রোগীদের করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি কম এবং তারা দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। ৩০ জন রোগীর মধ্যে ২৯ জনই মাত্র ৫ দিনের মধ্যে সুস্থ হয়েছেন। তবে এ সময়ে ওই রোগীদেরকে অন্য কোনো ওষুধ দেয়া হয়েছিল কিনা তাও পরিষ্কার নয়। ইসরাইলি মিডিয়ার খবরে বলা হয়েছে, ৩০তম রোগীর করোনার লক্ষণ উন্নত হয়েছে। তবে এই পরীক্ষায় যে স্যাম্পল সাইজ বা নমুনাক্ষেত্র নেয়া হয়েছে তার পরিধি খুব ছোট। ফলে এর ওপর ভিত্তি করে এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে কোনো মূল্যায়ন করা যাচ্ছে না। এখনও এ পরীক্ষার ডাটা কোনো জার্নালে প্রকাশিত হয়নি। প্রফেসর আরবার বলেছেন, ইএক্সও-সিডি২৪ ওষুধটি প্রতি ৫ দিনে একবার নিতে হয়। এর দামও তুলনামূলক কম। তবে এর দাম কত তা নিশ্চিত করে বলেননি তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন