প্রায় ৩০ বছর ধরে কোরআন সুন্নাহর দাওয়াত দেয়া শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ (হাফিঃ) এই ছবি দুটি গতকাল বিভিন্ন পেইজবুক আইডি, গ্রুপে ভাইরাল হতে দেখা যায়। ছবি দু'টি শায়খের অতি সাধারণ সহজ-সরল জীবনের একটি প্রতিচ্ছবি মাত্র। ডিজাইন ও কলারবিহীন গলাকাটা সাদা পাঞ্জাবি সাদা সুতার টুপি লুঙ্গি সাধারণ জুতা
সাথে ভাড়া গাড়ীতে চলাফেরা
[]~যখন হেলিকপ্টারে করে এসে, লাখ টাকা নিয়ে কিচ্ছা,কাহিনী বলে যায় লোকেরা তাদের বড় আলেম মনে করে!







ভাবতেই চোখে পানি গড়িয়ে পড়ে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের প্রতি লক্ষ করুন

হাদিসটির ব্যাখ্যাঃ ‘‘তোমরা কি শুনছ’’ বাক্যাংশটি একাধিকবার বলা দ্বারা এর পরের কথার উপর জোর দেয়া উদ্দেশ্য। ‘‘আল বাযাযাহ্’’ অর্থ হলো খারাপ গঠন বা আকৃতি এবং কাপড়ের জীর্ণতা। তবে এখানে বাযাযাহ্ দ্বারা পোশাক-পরিচ্ছদে নম্রতা প্রকাশকে বুঝানো হয়েছে। অর্থাৎ জরাজীর্ণ পোশাক পরিধান করার মাধ্যমে নম্রতা প্রকাশ ঈমানের অঙ্গ। কেউ যদি চায় কখনো কখনো বিনয় ও নম্রতা প্রকাশ এবং গোপনীয়তা রক্ষার উদ্দেশে সুন্দর নয় এমন পোশাক পরিধান করবে তাহলে সেটা করা যেতে পারে। এটাই ‘বাযাযাহ্’ দ্বারা উদ্দেশ্য। (‘আওনুল মা‘বূদ ৭ম খন্ড, হাঃ ৪১৫৭)


তোমরা খাও, পান কর, দান কর, পরিধান কর, তবে তাতে যেন অপচয় ও অহংকার না থাকে।[সহীহ বুখারী, মুসনাদে আহমাদ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ৬৬৯৫, নাসাঈ হা/ ২৫৫৯]

]সহীহ বুখারী, মিশকাত হা/ ৪৩৮০]
মহান আল্লাহ শায়খকে হায়াতে তাইয়্যেবা দিয়ে দীর্ঘজীবি করুন! তার খেদমাতগুলোকে বরকতময় ও কবুল করুন! যাবতীয় ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করুন আল্লা হুম্মা আমিন
একটি মন্তব্য পোস্ট করুন