লেবাসে-পোশাকে সাদা-সিধে থাকা ঈমানের পরিচায়ক।

প্রায় ৩০ বছর ধরে কোরআন সুন্নাহর দাওয়াত দেয়া শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ (হাফিঃ) এই ছবি দুটি গতকাল বিভিন্ন পেইজবুক আইডি, গ্রুপে ভাইরাল হতে দেখা যায়। ছবি দু'টি শায়খের অতি সাধারণ সহজ-সরল জীবনের একটি প্রতিচ্ছবি মাত্র। ডিজাইন ও কলারবিহীন গলাকাটা সাদা পাঞ্জাবি সাদা সুতার টুপি লুঙ্গি সাধারণ জুতা
সাথে ভাড়া গাড়ীতে চলাফেরা
[]~যখন হেলিকপ্টারে করে এসে, লাখ টাকা নিয়ে কিচ্ছা,কাহিনী বলে যায় লোকেরা তাদের বড় আলেম মনে করে!
▪️অথচ তাদের ঈমান যে চুরি করে নিয়ে যায় তার কোনো তোয়াক্কা নেই!
▪️দেশে আজ ওয়াজের নামে গান আর কমেডি দিয়েই ওয়াজ শেষ! তবুও তাদের লোকে বড় আলেম মনে করে!
▪️আর একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ(হাফিঃ)-এক জীবন্ত কিংবদন্তির চেয়ে কম নন
▪️সেই ১৯৯০ সাল থেকে দাওয়াতী কাজে উনার মতো আরেকজন এমন কাউকে খুজে পাওয়া দায়!
▪️যে মানুষটা দ্বীনের জন্য এত কষ্ট সহ্য করেছেন,মার খেয়েছেন আদালতে কোটি টাকার মামলাও চলছে উনার বিরুদ্ধে সেই মানুষটাই আজ সবার কাছে নিন্দিত,অবহেলিত।
▪️ছেড়া পাঞ্জাবি পরেই চলছেন দূর্বার গতিতে।হয়তো খেয়াল করেননি পাঞ্জাবী ছেড়া
▪এমন মানুষকেও কেউ অবহেলা করতে পারে!
ভাবতেই চোখে পানি গড়িয়ে পড়ে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের প্রতি লক্ষ করুন
🌑আবূ উমামাহ্ ইয়াস ইবনু সা‘লাবাহ্ হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কি শুনছ না? তোমরা কি শুনছ না? (অর্থাৎ- মনোনিবেশে শুনার জন্য) সাদাসিধে জীবন-যাপন করাই ঈমানের অঙ্গ, সাদাসিধে জীবন-যাপন করাই ঈমানের অঙ্গ। (আবূ দাঊদ,৪১৬১ মিশকাত হা/ ৪৩৪৫]
হাদিসটির ব্যাখ্যাঃ ‘‘তোমরা কি শুনছ’’ বাক্যাংশটি একাধিকবার বলা দ্বারা এর পরের কথার উপর জোর দেয়া উদ্দেশ্য। ‘‘আল বাযাযাহ্’’ অর্থ হলো খারাপ গঠন বা আকৃতি এবং কাপড়ের জীর্ণতা। তবে এখানে বাযাযাহ্ দ্বারা পোশাক-পরিচ্ছদে নম্রতা প্রকাশকে বুঝানো হয়েছে। অর্থাৎ জরাজীর্ণ পোশাক পরিধান করার মাধ্যমে নম্রতা প্রকাশ ঈমানের অঙ্গ। কেউ যদি চায় কখনো কখনো বিনয় ও নম্রতা প্রকাশ এবং গোপনীয়তা রক্ষার উদ্দেশে সুন্দর নয় এমন পোশাক পরিধান করবে তাহলে সেটা করা যেতে পারে। এটাই ‘বাযাযাহ্’ দ্বারা উদ্দেশ্য। (‘আওনুল মা‘বূদ ৭ম খন্ড, হাঃ ৪১৫৭)
🌑মহানবী (সাঃ) বলেন, ‘‘সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি বিনয় সহকারে সৌন্দর্যময় কাপড় পরা ত্যাগ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতে সৃষ্টির সামনে ডেকে এখতিয়ার দেবেন; ঈমানের লেবাসের মধ্যে তার যেটা ইচ্ছা সেটাই পরতে পারবে।[তিরমিযী,২৪৮১ রিয়াদুস সালেহিনঃ৮০৬, মুসনাদে আহমেদ ১৫২০৪ সহীহুল জা’মে হা/৬১৪৫]
🌑রাসুল (সাঃ) বলেছেন,
তোমরা খাও, পান কর, দান কর, পরিধান কর, তবে তাতে যেন অপচয় ও অহংকার না থাকে।[সহীহ বুখারী, মুসনাদে আহমাদ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ৬৬৯৫, নাসাঈ হা/ ২৫৫৯]
🌑ইবনে আব্বাস (রাঃ) বলেছেন, ‘‘যা ইচ্ছা তাই খাও এবং যেমন ইচ্ছা তেমনিই পর, তবে তাতে যেন দু’টি জিনিস না থাকে; অপচয় ও অহংকার।’
]সহীহ বুখারী, মিশকাত হা/ ৪৩৮০]
মহান আল্লাহ শায়খকে হায়াতে তাইয়্যেবা দিয়ে দীর্ঘজীবি করুন! তার খেদমাতগুলোকে বরকতময় ও কবুল করুন! যাবতীয় ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করুন আল্লা হুম্মা আমিন

Post a Comment

নবীনতর পূর্বতন