গোয়ায় মনোকিনিতে - শিল্পা শেঠি


পরিবার নিয়ে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। বিচ হাউসের উঠোনে দাঁড়ালেন কালো রঙের একটি মনোকিনি পরে। গায়ে রোদ পড়তেই ঝলসে গেল ক্যামেরা! ফ্ল্যাশবার্লবের কথা যে বলা হচ্ছে না বুঝতেই পারছেন।


সামাজিমাধ্যমেও শিল্পার ওই কালো মনোকিনি আর তন্বী কোমরের ছবি সামনে আসতেই অবাক হয়ে গিয়েছেন ভক্তকুল।

নয় নয় করেও বয়স ৪৫ পেরোল অভিনেত্রীর। কিন্তু ছবি আর চেহারা দেখে বোঝার উপায় নেই। আর শিল্পার এই ফিটনেসের মোহেই দিন দিন বাড়ছে তাঁর ভক্ত সংখ্যা। ইয়গা আর এক্সারসাইজের গুণে ক্রমশ বয়স কমছে তাঁর।

মনোকিনির ছবিটিও মুহূর্তে ভাইরাল হয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘...আর কিছু চাই না। সময় যেন এখানেই থেমে যায়।’

ওএস/এসি

Post a Comment

নবীনতর পূর্বতন