ঈমান ভঙ্গের প্রধান ১০ টি কারণ


 আমাদের দেশের অধিকাংশ মুসলিম অযু ভঙ্গের কারণ জানে কিন্তু ঈমান ভঙ্গের কারণ অধিকাংশ মুসলিম জানে না। অনেকে মনে করে, ঈমান আবার ভঙ্গ হয়ে কিভাবে?


অজু-সালাত-সিয়ামসহ বিভিন্ন ইবাদত বিনষ্ট হওয়ার যেমন কিছু কারণ আছে, ঠিক তেমনই সকল ইবাদতের মূল ইমান বা তাওহিদ ভঙ্গেরও কিছু কারণ আছে।

ঈমান ভঙ্গের প্রধান ১০ টি কারণ -
১) আল্লাহর সাথে শিরক করা।
২) আল্লাহ ও বান্দার মধ্যে মধ্যস্তাকারী বানানো।
৩) নবী (সাঃ) এর তুলনায় অন্য কারও ফয়সালাকে উত্তম মনে করা।
৪) মুশরিক ও কাফিরকে কাফির মনে না করা।
৫) মুসলমানদের বিরুদ্ধে মুশরিক ও কাফিরকে সহযোগিতা করা।
৬) আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়া।
৭) আল্লাহর দ্বীনের কোন কিছুকে অপছন্দ করা।
৮) আল্লাহর দ্বীনের কোন কিছুকে ঠাট্টা-বিদ্রুপ করা।
৯) কোন ব্যক্তিকে সরিয়তের আওতা মুক্ত মনে করা।
১০) যাদু করা, শেখা ও শেখানো।

[ সংকলিত ]

Post a Comment

নবীনতর পূর্বতন