গাজায় বোমা হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হেজবুল্লাহর





গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না হলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হেজবুল্লাহ। হেজবুল্লাহর শীর্ষ নেতারা বেশ কিছুদিন ধরেই বলে আসছে যে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাবে। গত কিছুদিনে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে হেজবুল্লাহ। হেজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ তার সবশেষ বক্তব্যে দাবি করেছেন যে হেজবুল্লাহ ইসরায়েলে হামলা করতে অত্যাধুনিক অস্ত্রও ব্যবহার করছে। তবে হেজবুল্লাহ সেনারা এখনো ইসরায়েলের সীমান্ত এলাকাতেই বোমা ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের ভেতরে তারা হামলা করবে কিনা, সে বিষয়ে এখনও পরিস্কার করে কিছু বলেনি তারা।
 


Post a Comment

নবীনতর পূর্বতন