তফসিল স্থগিত রাখতে সিইসিকে লেবার পার্টির স্মারকলিপি



রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত তফসিল স্থগিত রাখতে সিইসিকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলে তফসিল স্থগিত রাখতে সিইসিকে স্মারকলিপি দেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন, মো. রুম্মান সিকদার, কেন্দ্রীয় সদস্য মো. নাসির তালুকদার।
মুস্তাফিজুর রহমান ইরান বলেন, নির্বাচন কমিশন তড়িঘড়ি করে তফসিল ঘোষণার পায়তারা করছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও রাজনৈতিক সংকটের সমাধান ছাড়া তফসিল ঘোষণা করলে দেশে চরম সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে। দেশবাসী নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করছে।

Post a Comment

নবীনতর পূর্বতন