রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত তফসিল স্থগিত রাখতে সিইসিকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন, মো. রুম্মান সিকদার, কেন্দ্রীয় সদস্য মো. নাসির তালুকদার।
মুস্তাফিজুর রহমান ইরান বলেন, নির্বাচন কমিশন তড়িঘড়ি করে তফসিল ঘোষণার পায়তারা করছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও রাজনৈতিক সংকটের সমাধান ছাড়া তফসিল ঘোষণা করলে দেশে চরম সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে। দেশবাসী নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করছে।
একটি মন্তব্য পোস্ট করুন