নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন: রেজাউল করিম


 ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না তাঁদের দল। আজ শুক্রবার বরিশালের চরমোনাই দরবার শরিফের বার্ষিক মাহফিল উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র গণজমায়েতে তিনি এ কথা বলেন। দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রয়াত বাবা সৈয়দ ফজলুল করিমের উদ্ধৃতি দিয়ে রেজাউল করিম বলেন, ‘তিনি (সৈয়দ ফজলুল করিম) কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। যত বড় বাধার পাহাড় নেমে আসুক না কেন সত্যের পথ থেকে কখনো বিচ্যুত হননি। আমরাও অন্যায়ের সঙ্গে কখনোই আপস করব না।’

চরমোনাই দরবার শরিফে শততম বার্ষিক মাহফিল শুরু হয় গত বুধবার। তিন দিনব্যাপী এ মাহফিল শেষ হবে আগামীকাল শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। এতে সারা দেশ থেকে লাখো ভক্ত, মুরিদ ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন।

গণজমায়েতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম। নির্বাচন প্রসঙ্গে বক্তব্যে তিনি বলেন, সংসদ নির্বাচনে নায়ক, গায়ক ও খেলোয়াড়দের মনোনয়ন দিয়ে জাতীয় সংসদকে তামাশার মঞ্চে পরিণত করেছে জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের নাটক মঞ্চস্থ করার যে পাঁয়তারা চলছে, তা ছাত্র-জনতা কোনোভাবেই সহ্য করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

ছাত্র গণজমায়েতের বিশেষ অতিথি দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ বলেন, অন্যান্য সংগঠনে নেতৃত্ব প্রদানের আগে যোগ্যতা হিসেবে দেখা হয় কে কত সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত, কে কেন্দ্র দখল করতে পারবে, চাঁদাবাজি ও মাদকের সাম্রাজ্য গঠন করতে পারবে। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে দায়িত্ব প্রদানের আগে যাচাই করা হয় জ্ঞান ও সৎকর্ম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার সাকি, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মানসুর আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি নূরুল বশর প্রমুখ।

প্রথম আলো

Post a Comment

নবীনতর পূর্বতন