ডলারের মূল্যবৃদ্ধির কারণে দেশে আমদানিনির্ভর পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে।


ডলারের মূল্যবৃদ্ধির কারণে দেশে আমদানিনির্ভর পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু ডলারের সংশ্লিষ্টতা নেই এমন পণ্যের দামও অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। দেশে উৎপাদিত চার পণ্য—দেশি পেঁয়াজ, দেশি রসুন, আলু ও মোটা চালের দাম তিন বছরের ব্যবধানে ২০ থেকে ২২৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। নিত্যপণ্যের আকাশছোঁয়া দামের কারণে স্বল্প আয়ের মানুষ বড় আর্থিক চাপে পড়েছে। খাদ্যতালিকা কাটছাঁট করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন মধ্যবিত্তরা। খাদ্য মূল্যস্ফীতি এক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশে উৎপাদিত পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য মূলত বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে আমদানীকৃত পণ্যের দাম বাড়তে পারে। কিন্তু দেশে উৎপাদিত পণ্যের দাম বেড়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, বাজার মনিটরিংয়ে ঘাটতি ও বিপণন ব্যবস্থাপনার ত্রুটির কারণে। ২০২১ সালের নভেম্বর এবং গতকাল শনিবারের বাজার পর্যালোচনা করে দেখা গেছে, তিন বছরে আলুর দাম কেজিতে ১২০ থেকে ১৫০ শতাংশ বেড়ে মানভেদে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ কেজিতে ১০০ থেকে ১১৮ শতাংশ দাম বেড়ে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুনের দাম কেজিতে ১৮৭ থেকে ২২৩ শতাংশ পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকায়। মোটা চাল ব্রি-২৮ প্রতি কেজিতে ২০ থেকে ২৯ শতাংশ বেড়ে ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সম্প্রতি দেশের বাজারে আলু রেকর্ড দাম বেড়ে প্রতি কেজি ৭০ টাকায় উঠে ছিল। বাজারে দাম নিয়ন্ত্রণ করতে না পেরে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমলেও এখনো ক্রেতার নাগালের বাইরেই রয়েছে আলু। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত ১৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো সরকার আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ থেকে ৩৬ টাকা ও দেশি পেঁয়াজের খুচরা মূল্য ৬৪ থেকে ৬৫ টাকা এবং ফার্মের ডিমের ডজন বেঁধে দেয় ১৪৪ টাকায়। যদিও নির্ধারিত দরের চেয়ে এখনো বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে ডিম সরকার নির্ধারিত দামের চেয়ে কিছুটা কমে প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা হয়েছে। রাজধানীর মালিবাগ, রামপুরা ও বাড্ডার বিভিন্ন বাজার ঘুরে ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন