হরতালের সমর্থনে ঢাকার বিজয়নগরে ১২ দলীয় জোটের মিছিল


 

ঢাকায় গতকাল শনিবার শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি। হরতালের সমর্থনে আজ রোববার সকালে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে জোটের শীর্ষ নেতারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরানা পল্টন মোড়ের কাছাকাছি গিয়ে শেষ হয়।
সময় নেতাকর্মীরা গতকাল বিএনপি ও বিভিন্ন জোটের শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ কর্তৃক হামলা, গুলিবর্ষণ ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং আহত করার প্রতিবাদে স্লোগান দেন। একইসঙ্গে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, চাষী এনামুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন