ক্যারিয়ারে নতুন পালক যোগ করলেন সোনাক্ষী


 বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এবার ক্যারিয়ারের মুকুটে যোগ করলেন নতুন পালক।

সম্প্রতি গ্লোবাল স্পা ইন্ডিয়ার কভার স্টার হয়েছেন জনপ্রিয় এ  অভিনেত্রী। খবরটি জানিয়েছেন সোনাক্ষী নিজেই।

শুক্রবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দর্শকদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। ওই স্ট্যাটাসে অভিনেত্রী ৪টি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

শেয়ার করা ওই ছবিতে দেখা যাচ্ছে, গ্লোবাল স্পা ইন্ডিয়ার কভার স্টারের জন্য বেশকিছু ছবি তুলেছেন তিনি। সোনাক্ষীর ফেসবুক স্ক্রল করে দেখা যায়, বেশ কিছুদিন ধরেই এ বিষয়ে নিয়মিত পোস্ট দিচ্ছেন সোনাক্ষী।

ফেসবুক রিলে এরই মধ্যে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। শেয়ার করা সেসব ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, প্রকৃতির সঙ্গে মিশে গেছেন অভিনেত্রী। প্রাকৃতিক সাজে সেসব ছবি এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আর নেটিজেনদের মাঝে।

Post a Comment

নবীনতর পূর্বতন