
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশ চাইলে নির্বাচন ইস্যুতে যুক্ত হতে পারে জাতিসংঘ। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার কথা জানিয়ে তিনি আরো বলেন, এই সহিংসতা এড়াতে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই।
মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধ গোয়েন লুইসের সাথে মতবিনিময়ের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিক্যাব।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ডিক্যাব টকে অংশ নিয়ে গোয়েন লুইস কথা বলেন আগামী জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে উত্তাপ, রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ূ পরিবর্তনের ঝূঁকি প্রসঙ্গে।
তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতার ঘটনা বাড়ছে। নির্বাচন নিয়ে কথা বলার ক্ষেত্রে জাতিসংঘের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে লুইস বলেন, সহিংসতা এড়াতে রাজনৈতিক সংলাপ জরুরি।
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে উদ্যোগ রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, তাদের জন্য তহবিল সংগ্রহের বিষয়টি দেখছে জাতিসংঘ।
জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সংকটের বিষয়টি নিয়ে উদ্বেগের কথাও জানান জাতিসংঘের এ কর্মকর্তা।
বিভি/রিসি/বাংলাভিশন
একটি মন্তব্য পোস্ট করুন