কোনো জিনাকারীকে নিজের বাড়িতে নিমন্ত্রণ দেওয়া জায়েজ হবে কি?


প্রশ্ন:কোনো জিনাকারীকে নিজের বাড়িতে নিমন্ত্রণ দেওয়া জায়েজ হবে কি?
উত্তর:
ইসলামের দৃষ্টিতে জিনা-ব্যভিচার অত্যন্ত জঘন্য অপরাধ। ইসলামে যত দণ্ডবিধির রয়েছে জিনার চেয়ে কঠিন শাস্তি আর কোনোটাতেই নেই। তাই কুরআনে জেনার নিকটবর্তী হতেও নিষেধ করা হয়েছে।
যাহোক, কোন ব্যক্তি যদি এমন জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে তাহলে তাকে নসিহত করা, সংশোধন করার চেষ্টা করা, তার নিকট জিনার ভয়াবহতা ও আল্লাহর শাস্তির বিষয়টি তুলে ধরা‌ কর্তব্য। সেই সাথে এই নোংরা পথ থেকে ফিরে এসে আল্লাহর নিকট তওবা করার জন্য আহ্বান জানানো জরুরি। পাশাপাশি আল্লাহর কাছে দোয়াও করতে হবে, যেন আল্লাহ তাআলা তাকে সুপথ দেখান এবং পাপাচার থেকে ফিরে আসার তৌফিক দেন।
দাওয়াতি কাজের স্বার্থে এমন ব্যক্তির সাথে কথাবার্তা, সালাম বিনিময় করা এবং বাড়িতে খাবার দাওয়াত দেওয়া ইত্যাদি না জায়েজ নয়। অর্থাৎ তার সাথে সুসম্পর্ক রাখার উদ্দেশ্য হবে, তাকে পাপাচারের পথ থেকে ফিরিয়ে আনা।
- আর অবস্থা যদি এমন হয় যে, আপনি তার সাথে সালাম বিনিময় কথাবার্তা, দাওয়াত খাওয়ার জন্য ডাকা এবং তার সাথে সর্ব প্রকার যোগাযোগ বন্ধ করলে বা তাকে এড়িয়ে চললে এতে সে মানসিকভাবে লজ্জিত ও প্রভাবিত হবে এবং পাপাচার থেকে ফিরে আসবে তাহলে তাই করতে হবে।
মোটকথা, তাকে সংশোধনের জন্য তার অবস্থার আলোকে তার সাথে সুসম্পর্ক রাখা না রাখার বিষয়টি নির্ভর করছে। সম্পর্ক রাখার ফলে যদি তাকে হেদায়েতের পথে আনার সম্ভাবনা থাকে তাহলে সম্পর্ক রাখতে হবে। আর সম্পর্ক ছেদ করার ফলে যদি তার ভিতরে পরিবর্তনের সম্ভাবনা থাকে তাহলে তাই করতে হবে।
আল্লাহু আলাম।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Post a Comment

নবীনতর পূর্বতন