গ্রীন টি এর উপকারিতা



গ্রিন টি (Green Tea) আর স্বাভাবিক চা এর মধ্যে মুল পার্থক্য এর রাসায়ানিক পদার্থ গুলোর মাঝে। স্বাভাবিক চা এ ক্যাফেইন এবং অক্সিডেন্ট এর পরিমাণের তুলনায় গ্রিন টি তে এই মুল ২ টি উপাদানের পরিমাণ অনেক বেশি। গ্রিন টি এর উপকারিতা অনেক। । গ্রীন টি হল সবথেকে উপকারী পানীয় অন্যান্য যেকোনো পানীয়র থেকে। আগে ভারতে এটি ওষুধ হিসাবে ব্যবহার হত। শরীরের বিভিন্ন সমস্যা যেমন ক্যানসার থেকে শুরু করে ডায়বেটিস।যেকোনো ত্বকের সমস্যা,হার্টের সমস্যা এছাড়াও ত্বক ও চুলকে সুন্দর রাখতে এটি দারুণ কাজ করে। আসুন জেনে নেই গ্রিন টি এর উপকারিতাসমূহ -




Post a Comment

নবীনতর পূর্বতন