মানুষ বাঁচে আশা, ভালোবাসা আর সম্পর্কের বন্ধনে। মানুষের জীবনে এই সম্পর্কের জাল প্রথমদিকে রক্তের বন্ধনে আবদ্ধ থাকলেও জীবনের বাঁকে আমরা এমন আরও অনেক সম্পর্ক তৈরি করি যা আত্মার সম্পর্কে তৈরি হয়। কারো সঙ্গে ভালো সম্পর্ক, বন্ধুত্ব বা ভালোবাসা যাই বলুন না কেন যদি তা গভীর হয় তবে তাকে জীবনসঙ্গী করে ফেলতে পারেন।
নতুন কেউকে জীবনের সবচেয়ে বড় অংশ করার ইচ্ছা থাকলে তা বাস্তবে পরিণত করার আগে তার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই আজকের আয়োজনে থাকছে এমন ১০টি প্রশ্ন যা আপনার প্রিয়জনের সঙ্গে পথ চলাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
ছেলে বা মেয়ে যেই হোক না কেন প্রশ্ন শুরু করার ক্ষেত্রে অবশ্যই জটিল প্রশ্ন দিয়ে কথোপকথন শুরু করবেন না। গুরুত্বের ওপর ভিত্তি করে প্রথমে কম গুরুত্বপূর্ণ এবং পরে বেশি গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন তালিকা তৈরি করুন। ১০টি প্রশ্নের মধ্যে রয়েছে-
১. জেনে নিন তার পছন্দের রং সম্পর্কে। কেন এই রং পছন্দ তারও সুনির্দিষ্ট ব্যাখ্যা জেনে নিন। এই প্রশ্নের উত্তরে তার বিচক্ষণতা এবং সৃজনশীলতা দুটিই আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে।
২. সারাদিন তার কীভাবে কাটে সেটিও জেনে নিতে পারেন প্রশ্নের মাধ্যমে।
৩. প্রিয়জনের ভালো লাগা এবং মন্দ লাগার বিষয়গুলো জানুন এবং সেগুলোতে গুরুত্ব দিন।
৪. একাকিত্ব বা মন খারাপের দিনগুলোতে কী করে সময় পার করে সেটিও জেনে নিন।
৫. অবসরে তার কী করতে ভালো লাগে সে বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
প্রথম ৫ টি কম গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়ে গেলে আপনি এগোতে পারেন একটু গভীর প্রশ্নে। শেষ ৫টি প্রশ্নে গুরুত্ব বেশি থাকায় প্রশ্ন করতে এবং উত্তর জানতে একটু বেশি সময় নিতে পারেন।
৬. জীবনে ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং বিয়ের সব দায়িত্ব পালনে সে পুরোপুরি তৈরি কিনা তাও এ পর্যায়ে জিজ্ঞাসা করতে পারেন।
৭. সম্পর্কে কোনো সমস্যা হলে আপনি কার কাছে উপদেশ নেন আলাপের একপর্যায়ে এটিও জেনে নিন।
৮. জীবনে পূর্বে কোনো সম্পর্ক ছিল কি না কিংবা মেয়ে হলে তার সবচেয়ে ভালো বন্ধুর নাম আর ছেলে হলে তার সঙ্গে কোনো মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে কিনা তাও জেনে নিন। যদি হ্যাঁ উত্তর পান, তবে বিবাহিত জীবনে কোনো জটিলতায় আপনি পড়তে পারেন কিনা কিংবা তার ওপর সারাজীবন ভরসা করতে পারবেন কি না সেটি ভাবতে একটু সময় নিন। v
৯. যদি ভরসার দিকটি মিটে যায় তবে পরখ করতে পারেন আপনার রাগের কতটুকু গুরুত্ব তার কাছে রয়েছে। কতটা কেয়ারিং সেটিও যাচাই করতে পারেন আপনি নানা প্রশ্নের অজুহাতে।
আরও পড়ুন: গভীর রাতে আমেরিকায় ধরা দিল মানুষের মতো দেখতে অদ্ভূত এলিয়েন!
১০. সবকিছু ঠিক থাকলে শেষে আপনি আপনার প্রিয়জনকে অবশ্যই যে প্রশ্নটি করবেন তা হলো আপনার ঠিক কোন স্বভাবটি বা কোন বিষয়টি আপনার পছন্দের মানুষটির হৃদয় ছুঁয়ে গেছে।
এই দশটি প্রশ্ন যে একদিনেই আপনি জিজ্ঞাসা করে ফেলবেন তা কিন্তু নয়। সময় সুযোগ বুঝে একটু ধীরে ধীরেই বুঝতে চেষ্টা করুন আপনার পছন্দের মানুষকে। কেননা বেশি সময় নিয়ে যে সম্পর্ক তৈরি হবে সেটি ভাঙতে ততই বেশি সময় লাগবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
একটি মন্তব্য পোস্ট করুন