
বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ১৯ নভেম্বর বিশ্বব্যাপী পালতি হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। শুক্রবার এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘উইমেন্স এরা’ তাদের সদস্যদের নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।
যারা তাদের সফলতার গল্প শোনান এই অনুষ্ঠানে। সমাজের নেতিবাচক মন্তব্যকে একপাশে রেখে কীভাবে নিজের দিকে পুরোপুরি মনোনিবেশ করা যায় সেই পরামর্শও দেন তারা।
দেশে এমন অনেক প্ল্যাটফর্ম আছে। কিন্তু ‘উইমেন্স এরা’ তাদের পদ্ধতিগত কৌশল এবং সদস্যদের অনেক সুবিধা দেওয়ার পাশাপাশি সঠিক দিক নির্দেশনার মাধ্যমে সামাজিক মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে।
তিনি আরো বলেন, ‘‘ করোনা মহামারীর কঠিন সময়ে মধ্যে অনেক নারীই চাকরি হারিয়ে দিশেহারা হয়েছেন। তাদের অনেকেই আমাদের এই প্ল্যাটফর্মে এসে সফল উদ্যোক্তা হয়েছেন।’’
‘উইমেন্স এরা’র পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্যদের মধ্য থেকে সাত জনকে সাত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা জানানো হয়। এছাড়া কেক কাটার পাশাপাশি র্যাফেল ড্রসহ ছিলো আরও অনেক আয়োজন।
সূত্র: একুশে-টেলিভিশন
একটি মন্তব্য পোস্ট করুন