ডা. তানিয়া রহমান ছড়া: এটা একটি স্বাভাবিক সমস্যা। এক্ষেত্রে ঘুমটা নিয়মিত হতে হবে। ডায়েট মেনে চলতে হবে। চা কফি খাওয়ার অভ্যাস যাদের খুব বেশি তা কিছুটা কমাতে হবে। কারণ চা -কফি খাওয়ার পরিমাণ বেশি হলে এই সমস্যাটা দেখা দেয়। পানি বেশি পরিমাণে খেতে হবে। টেনশন কম করবেন। এরপরেও যদি সমস্যা থাকে, তখন আমরা রোগীকে এনজিওলাইটিক কিছু ওষুধ এবং কিছু চোখের ড্রপ দিয়ে থাকি। কিছু দিনের জন্য আমরা চোখের জন্য আর্টিফিশিয়াল কেয়ার দিয়ে থাকি। এগুলো নিয়মমাফিক মেনে চললে সমস্যাটা কমে যাবে।

সূত্র: ডক্টর টিভি