রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি : পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি : পররাষ্ট্রমন্ত্রী
 
রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তারা অন্য কোথাও চলে যেতে চাইলে যাক।

বুধবার (০৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা ভাসানচর ও ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য ইন্টারনেট খুলে দিয়েছি। তারা এখন সেই ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটে তারা বিদেশে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন।
এখানে (বাংলাদেশে) তারা কেন থাকেন, তা নিয়ে তাদের আত্মীয়রা রাগারাগি করেন। সে কারণে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তো আর রোহিঙ্গাদের দাওয়াত করে আনিনি। তারা নিজের দেশে বা অন্য কোথাও যেতে চাইলে, যাক। সেটা আমাদের সমস্যা নয়।
তিনি বলেন, ক্যাম্পের বাইরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা পালিয়ে গেলে আমরা তাদের ফেরত নিয়ে আসি। অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ভাসানচরে যেকোনো সময় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যাবে। দিনক্ষণ আমি জানি না। তবে এটা ফাইনাল হয়েছে।

মন্ত্রী জানান, এবারের জাতিসংঘ অধিবেশনে অনেকে মনে করেছিলেন, আফগানিস্তান ইস্যুতে রোহিঙ্গা ইস্যু চাপা পড়ে যাবে। তবে সেটা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের নেতারা সেখানে সরব ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: জনকন্ঠ

Post a Comment

নবীনতর পূর্বতন