কোন বয়সে কতটা যৌনতা প্রয়োজন

স্বামী-স্ত্রীর সম্পর্কে যৌনতার ভূমিকা অনস্বীকার্য। এই সম্পর্কের মধ্যে যৌনতার পরিমাণ বয়স অনুযায়ী কম-বেশি হতে পারে। নতুন বিবাহিত তরুণ-তরুণীদের মধ্যে আকাঙ্খার আগুন জ্বলে দর্নিবার। বার্ধক্যের দুয়ারে এসে সেটার পরিমাণ হয় শুধুমাত্র অন্তরঙ্গতায়। জানতে চান আপনার বয়স অনুযায়ী আপনার জীবনে যৌনতার পরিমাণ স্বাভাবিক কিনা? দেখে নেয়া যাক এই সম্পর্কে কিনসে ইনস্টিটিউটের রিপোর্ট কি বলছে।

সম্প্রতি আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটির অধীনস্থ কিনসে ইনস্টিটিউট, আমেরিকানদের যৌন জীবনের ওপর সমীক্ষা করে একটি রিপোর্ট প্রকাশ করেছে।

রিপোর্টটিতে গড়পড়তা আমেরিকানদের বয়স-ভিত্তিক যৌনতার যে পরিসংখ্যান দেয়া হয়েছে তা এইরকম, আপনার বয়স যদি ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হয় তবে আপনার পক্ষে স্বাভাবিক যৌনাচার হলো বছরে ১১২ বার অথবা সপ্তাহে ২ বার। ৩০ থেকে ৩৯ আসরের মধ্যে নেমে আসে বছরে ৮৬ বার অথবা সপ্তাহে ১.৬ বার। ৪০ থেকে ৪৯ বছর বয়সীদের ক্ষেত্রে এটা হয়ে যায় বছরে ৬৯ বার। কিনসে ইনস্টিটিউট রিপোর্টে ৫০ বছরের বেশি বয়সীদের যৌনতার নিয়ে কিছু উল্লেখ করা হয়নি।

রিপোর্টে আরও বলা হয়েছে, যে হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, ডায়াবেটিস ইত্যাদি কারণে মানুষের যৌন আকাংখ্যা কমে যেতে পারে। উপরের পরিসংখ্যান থেকে যদি আপনার মনে হয় যে আপনার বয়স অনুযায়ী আপনার জীবনে যৌনতার পরিমান যথেষ্ট নয় তবে সময় নষ্ট না করে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।

সূত্র: মানবকণ্ঠ

Post a Comment

নবীনতর পূর্বতন