![]() |
| রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। |
প্রশ্ন
আমার বয়স ১৩ বছর। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫৫ কেজি। অনেক দিন ধরেই আমি ব্রণের সমস্যায় ভুগছি। খোঁটাখুঁটির ফলে আমার মুখের অনেক জায়গায় কালো দাগের মতো হয়ে যায়। মুখের ওপর এই দাগগুলো আমার কাছে খুবই বিব্রতকর লাগে। প্রচুর পানি পানের চেষ্টা করি। ব্রণের দাগগুলো কমানোর জন্য মুলতানি মাটির একটা ফেসপ্যাক সপ্তাহে দুবার ব্যবহার করি। এখনো ত্বকের কোনো চিকিৎসকের কাছে যাইনি। কীভাবে আমার মুখের এই দাগগুলো দূর করব?
জাবীন, ঢাকা
পরামর্শ
শুনে মনে হচ্ছে আপনার ব্রণগুলো স্কার হয়ে গেছে। কোনো ফেসপ্যাক দিয়ে এটি দূর করা সম্ভব নয়। একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞের সহায়তা নিয়ে বিভিন্ন উপায়ে এটি দূর করতে পারো। যেমন-ডার্মাব্রেসন, কেমিক্যাল পিলিং, বোটক্স ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে এ দাগ দূর করা যায়। তবে তার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নাও।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক মোহাম্মদ আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।
সূত্র: প্রথম আলো

একটি মন্তব্য পোস্ট করুন