নারীর যৌন তৃপ্তি নিশ্চিত করে ক্লিটোরিস - ভিডিও সহ

 



ভগাঙ্কুর বা ক্লিটোরিস (clitoris) হল একটি স্ত্রী যৌনাঙ্গ যা শুধুমাত্র স্ত্রী মেরুদণ্ডী প্রাণীতে দেখা যায়। মানুষের ক্ষেত্রে এটি একটি ছোটো বোতামের মতো অংশ যা লেবিয়া মাইনরার আগে এবং যোনি ও মূত্রনালীর প্রবেশমুখের উপরাংশে অবস্থিত।


ক্লিটোরিস বা ভগাঙ্কুর নারী জনন অঙ্গ যোনিদেশে অবস্থান করে। এটির আকৃতি অত্যন্ত ছোট এবং এটির মূল কাজ হল নারীকে যৌন মিলনকালে তৃপ্তি প্রদান করা। যেহেতু এটি একটি অভ্যন্তরীণ অঙ্গ তাই এর বর্ণ চর্মের ন্যায় না হয়ে ঝিল্লীর ন্যায় হয়। এটির উচ্চতা সিকি ইঞ্চি থেকে ১ ইঞ্চি পর্যন্ত হয়। তবে যৌন উত্তেজনা বাড়তে থাকলে এটি শক্ত ও দীর্ঘ হতে থাকে। যৌন সঙ্গমের সময় যখন পুরুষ লিঙ্গ চালনা করে তখন লিঙ্গমুন্ড ভগাঙ্কুরে ঘষা লাগতে থাকে এবং নারী পুলক লাভ করতে থাকে।





নারীর অর্গ্যাজম হয় কিনা কিংবা হলে কীভাবে সেই প্রশ্নের উত্তর অনেকেই গুগলে খোঁজেন৷ উত্তরটা সহজ৷ নারীর যৌন তৃপ্তি বা অর্গ্যাজম নিশ্চিত করে ক্লিটোরিস বা ভগাঙ্কুর৷ ভাবছেন, এটা কী? কোথায় থাকে? কত বড়? কিংবা ‘জি স্পট’ বলে কি কিছু আছে? দেখুন: প্রতিবেদন: অমৃতা পারভেজ প্রযোজনা: @Arafatul Islam

ডয়চে ভেলে

Post a Comment

নবীনতর পূর্বতন