ডিজনির বিরুদ্ধে মামলা করলেন স্কারলেট জোহানসন

 


দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন। তার সিনেমা অনলাইনে মুক্তি দেয়ার প্রতিবাদে মামলাটি করেছেন 'ব্ল্যাক উইডো' তারকা। ওয়াল্ট ডিজনি তার চুক্তি লঙ্ঘন করেছে এবং তাকে সম্ভাব্য আয় থেকেও বঞ্চিত করেছেন বলে দাবি স্কারলেটের।

বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় স্কারলেট জানিয়েছেন, তার সঙ্গে চুক্তি অনুযায়ী 'ব্ল্যাক উইডো' শুধুমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা ছিলো। কিন্তু ওয়াল্ট ডিজনি সেই কথার বরখেলাপ করেছে। প্রেক্ষাগৃহের পাশাপাশি অনলাইনেও তারা সিনেমাটি মুক্তি দিয়েছে।

মামলার খবরটি সর্বপ্রথম নিশ্চিত করে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে লস এঞ্জেলেসে দায়ের করা এই মামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ডিজনি।

উল্লেখ্য, প্রেক্ষাগৃহে মুক্তির পর 'ব্ল্যাক উইডো' প্রথম সপ্তাহে বক্স অফিসে কালেকশন করে ২১৮ মিলিয়ন ডলার। তবে স্ট্রিমিং সাইটে মুক্তির পর সিনেমাটির বক্স অফিস কালেকশন ধীরে ধীরে হ্রাস পাওয়া শুরু করে।

সিনেমাটি গত বছর বড় পর্দায় মুক্তিও কথা থাকলেও করোনার কারণে একাধিকবার বিলম্বিত হয়। অবশেষে জুলাইয়ের মাঝামাঝিতে এটি মুক্তি পায়।

Post a Comment

নবীনতর পূর্বতন