কোম্পানীগঞ্জে বিয়ে বাড়িতে আগুনে পুড়ে ৭টি ঘর ছাঁই! কাদের মির্জার আর্থিক সহযোগিতা

 



নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চরহাজারী ১নং ওয়ার্ডের মাইলওয়ালা বাড়িতে আগুন লেগে ৭টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। আজ (১৬ আগষ্ট) সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে মোট সাতটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, বাড়িতে বিয়ের আয়োজন চলছে। ভোরবেলা হঠাৎ করে একটি ঘরে আগুনের লেলিহান শিখা দেখে কয়েকজন চিৎকার করতে থাকে। পরবর্তীতে অন্যরা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে সব পুড়ে ছাঁই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
সকালে সরেজমিনে অবস্থা দেখতে আসেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে প্রত্যেক পরিবারকে আরো ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় কাদের মির্জা বলেন, কারো সমালোচনা করা খুব সহজ কিন্তু মানবিক হওয়া কঠিন। আমাদের সবাইকে মানবিক হতে হবে। আসুন আমরা সকলে মানবতার জন্য কাজ করি। অসহায় এবং বিপদগ্রস্থ মানুষের পাশে এগিয়ে আসি।

Post a Comment

নবীনতর পূর্বতন