আস্‌-সালাফ আস্‌-সালেহীন এর মানহাজ

(সালাফ) سَلَف শব্দটি (س ل ف) ধাতু থেকে এসেছে। সালাফ শব্দের মাদ্বি (অতীত কাল) এর ছিগা হল سَلَفَ (সালাফা) এবং এটি form I যার অর্থ হল আগে চলে যাওয়া, পূর্ববর্তী হওয়া, বিগত হওয়া। শব্দটির Verbal noun হল سَلَف (সালাফ) যার অর্থ অতীত, বিগত, পূর্ববর্তী। শব্দটির অন্য আরেকটি অর্থ হল অগ্রিম, আগাম, ধার, ঋণ, পূর্বসুরী, পূর্বপুরুষ। শব্দটির বহুবচন হল أَسْلَف (আসলাফ)।
সালেহীন صَالِحِين শব্দটি বহুবচন, এর একবচন হল صَالِح সোলেহ যার অর্থ সৎলোক, ভাল মানুষ, যোগ্য লোক, নেকলোক।
মানহাজ مَنْهَج অর্থ পথ, পন্থা, পদ্ধতি, প্রণালী, রাস্তা, প্রোগ্রাম, কার্যক্রম, পাঠক্রম, সিলেবাস, কারিকুলাম।
সুতরাং সলফে সালেহীন অর্থ হল অতীতের বা পূর্ববর্তী নেকলোকগণ বা সৎবান্দাগণ।
সুতরাং সলফে সোলেহীনের মানহাজ মানে হল, পূর্ববর্তী সৎলোকগণ যে পথ, পন্থা, পদ্ধতি, নীতি অনুসরণ করেছিল তাই হল সালাফে সালেহীনের মানহাজ। যাকে সংক্ষেপে সালাফ মানহাজ বলা হয়। আর যারা এই সব পূর্ববর্তী নেকলোক বা সৎলোকদের অনুসরণ করে থাকে তাদেরকে সালাফী বলা হয়।
>>> কুরআনের আয়াতে سَلَف (সালাফ) অর্থ অতীত, বিগত <<<
فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلا لِلآخِرِينَ
অতঃপর পরবর্তীদের জন্য আমি তাদেরকে করে রাখলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত। যুখরুফ, ৪৩/৫৬
>>> সালাফ শব্দের মাদ্বি এর রূপ سَلَفَ (সালাফা) যার অর্থ অতীত হওয়া, বিগত হওয়া <<<
قُلْ لِلَّذِينَ كَفَرُوا إِنْ يَنْتَهُوا يُغْفَرْ لَهُمْ مَا قَدْ سَلَفَ وَإِنْ يَعُودُوا فَقَدْ مَضَتْ سُنَّةُ الأوَّلِينَ
যারা কুফরী করেছে তুমি তাদেরকে বলে দাও, যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা অপরাধ হয়েছে তা তাদেরকে ক্ষমা করে দেয়া হবে আর যদি তারা পুনরাবৃত্তি করে তাহলে পূর্ববর্তীদের (ক্ষেত্রে আল্লাহর) রীতি তো গত হয়েছে। আনফাল, ৮/৩৮
عَفَا اللَّهُ عَمَّا سَلَفَ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللَّهُ مِنْهُ وَاللَّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ
অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করেছেন, আর যে ব্যক্তি পুনরায় করবে আল্লাহ তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আল-মায়িদাহ, ৫/৯৫
فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
সুতরাং যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার ফলে বিরত হল, অতীতে যা হয়ে গেছে তা তারই জন্য, আর তার বিষয় আল্লাহর উপর নির্ভরশীল আর যারা পুনরাবৃত্তি করবে তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল-বাকারাহ, ২/২৭৫
وَلا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ إِلا مَا قَدْ سَلَفَ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَمَقْتًا وَسَاءَ سَبِيلا
আর তোমরা বিবাহ করো না নারীদের মধ্য থেকে যাদেরকে বিবাহ করেছে তোমাদের পিতৃপুরুষগণ তবে যা বিগত হয়েছে (তা ক্ষমা করা হল) নিশ্চয়ই এটি অশ্লীল, অরুচিকর এবং নিকৃষ্ট পথ। আন-নিসা, ৪/২২
إِلا مَا قَدْ سَلَفَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا
তবে অতীতে যা হয়ে গেছে (তা ভিন্ন), নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আন-নিসা, ৪/২৩
>>> সালাফ শব্দের বহুবচন أَسْلَف (আসলাফ) যার অর্থ অতীত, বিগত, পূর্বে <<<
هُنَالِكَ تَبْلُو كُلُّ نَفْسٍ مَا أَسْلَفَتْ وَرُدُّوا إِلَى اللَّهِ مَوْلاهُمُ الْحَقِّ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ
সেখানে প্রত্যেক ব্যক্তি অতীতে যা করেছে তা যাচাই করে নিতে পারবে এবং তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে আর তারা যা মিথ্যা রচনা করতো তা তাদের থেকে হারিয়ে যাবে। ইউনুস, ১০/৩০
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الأيَّامِ الْخَالِيَةِ
(তাদেরকে বলা হবে,) ‘তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান কর, অতীত দিনে তোমরা যা অগ্রে প্রেরণ করেছিলে তার বিনিময়ে। আল-হাক্কাহ, ৬৯/২৪
>>> (সালাফে সালেহীন) سَلَفِ الصَّالِحِين কারা? <<<
সালাফে সালেহীন বলতে বুঝায় প্রথম তিন স্বর্ণযুগের লোকদেরকে, তথা; সাহাবায়ে কিরাম, তাবেয়ীন ও তাবে তাবেয়ীন এবং আমাদের সম্মানিত হেদায়াতপ্রাপ্ত ইমামগণ। সুতরাং পরবর্তীতে তাদের অনুসরণকারী এবং তাঁদের পথ অবলম্বনকারী প্রত্যেক ব্যক্তিকে তাঁদের প্রতি সম্বোধন করতঃ সালাফী বলা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন